পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষে আহত ৭

পিরোজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৭| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৯
অ- অ+

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারীদের মতবিনিময় সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭জন আহত হয়েছে। গুরুতর আহত পিরোজপুরের সমন্বয়কারী রেদওয়ানুল ইসলাম ও ইমরান হোসেনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সভায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সমন্বয়কারীরা পুনরায় তাদের মতবিনিময় সভা শুরু করেন।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুরের সমন্বয়কারী রেদওয়ানুল ইসলাম দাবি করে বলেন, ‘ছাত্রলীগের একটি গ্রুপ ওই মতবিনিময় সভায় হামলা করেছে। এতে তিনি সহ কয়েকজন আহত হন।’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুরের নেত্রী আসমা আক্তার মিতু বলেন, ‘ছাত্রলীগ নেতা সাগর সানি শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিল না। কিন্তু আন্দোলনের শেষে তিনি যোগ দিয়ে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।’

সোমবারের (১৬ সেপ্টেম্বর) হামলায় ছাত্রলীগ নেতা সাগর সানি ও তার লোকজন সরাসরি জড়িত বলে অভিযোগ বৈষম্যবিরোধী এ নেত্রীর।

তবে ভিন্ন কথা বলছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম। তিনি বলেন, কোনো হামলার ঘটনা ঘটেনি। চেয়ারে বসা নিয়ে নিজেদের ভিতর হাতাহাতি হয়েছে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে ডাকাতদলের পাহাড়ি আস্তানা থেকে অস্ত্র-গুলি উদ্ধার
পবিত্র কাবার ওপরে সরাসরি সূর্যের অবস্থান, মুসলিম বিশ্বের ঐতিহাসিক দিকনির্দেশনা
আজ তাপমাত্রা বাড়বে সারা দেশে, তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা
বিমানবন্দর দিয়ে চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস, কমেছে যাত্রী হয়রানিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা