আলফাডাঙ্গা আদর্শ কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৭| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪২
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর জন্ম এবং ওফাত দিবস তথা ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

৫৭০ খ্রিস্টাব্দে এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলার কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ কলেজ প্রাঙ্গণে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর ওপর আলোচনা সভা, রচনা, কুইজ প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

আলফাডাঙ্গা আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আকলিমা সুলতানা, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক কবিরুল আলম ও আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কে এম আরিফুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্বমানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ। তার জীবনদর্শনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনের সর্বোত্তম ও পরিপূর্ণ আদর্শ নিহিত রয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় প্রিয়নবীর প্রতি যেমন সর্বোচ্চ ভালোবাসা লালন করতে হবে তেমনি তার সুমহান আদর্শ অনুসরণ, চর্চা ও প্রচার-প্রসারে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ, সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করে অনুসরনীয় দৃষ্টান্ত স্থাপন করেন।

প্রসঙ্গত, ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকেই একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতা শিক্ষা দানকারী রাজনীতি ও ধূমপান মুক্ত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে আলফাডাঙ্গা আদর্শ কলেজে। এছাড়া প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হারের দিক দিয়েও ফরিদপুর জেলার মধ্যে এগিয়ে থাকে শিক্ষা প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, পাঠকপ্রিয় দৈনিক ঢাকা টাইমস, ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন আলফাডাঙ্গা আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা