চট্টগ্রামে আন্দোলনে গুলিবর্ষণকারী ‘সন্ত্রাসী মিজান’ গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪১

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী ভাইরাল এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ এর একটি দল। গ্রেপ্তারকৃত মোহাম্মদ মিজানের (৩৩) আরও একাধিক মামলা রয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নগরীর বদ্দারহাট প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি চালান মিজান। পরে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

গতকাল সোমবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার ব্রাহ্মণপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

মঙ্গলবার র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ উল গণমাধ্যমকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ হাজার ২০০ ইয়াবা ও ১টি ছুরি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গত ১৭ ও ১৮ জুলাই নগরের বদ্দারহাট কাঁচাবাজার এলাকায় গুলিবর্ষণ করেন মিজান। অস্ত্র হাতে তার ছবি ছড়িয়ে পড়ে। গ্রেপ্তার মিজানুরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক আইনে সাতটি মামলা রয়েছে। কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত তিনি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ১৭ ও ১৮ জুলাই নগরের বহদ্দারহাট এলাকায় স্থানীয় কাউন্সিলর এসরারুল হকের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। ওই সময় চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন ফরহাদ, যুবলীগ কর্মী জালাল ওরফে ড্রিল জালালের অস্ত্রসহ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নগরের চান্দগাঁও পাঁচলাইশ থানায় হওয়া হত্যা, বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার মিজান, মহিউদ্দিন ফরহাদসহ অস্ত্রধারী ব্যক্তিদের আসামি করা হয়।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :