চবির ২০তম উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার

চবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৬ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারকে। তিনি বিশ্ববিদ্যালয়টির ২০তম উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন।

বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদেশ অনুযায়ী অধ্যাপক ইয়াহইয়া আখতারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে উপাচার্য পদে পাঁচ শর্তে নিয়োগ দেওয়া হলো।

শর্তগুলো হলো– ১. উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। ২. উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। ৩. তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন। ৪. তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং ৫. রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে গত ১২ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের এবং দুই উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও অধ্যাপক সেকান্দর চৌধুরী।

তারপর থেকেই নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার ব্যাপারে নানা দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। মঙ্গলবার তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে মানববন্ধনও করেন। অবশেষে এক মাস পর নতুন উপাচার্য পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :