ওবায়দুল কাদেরকে নিজ বাসায় ওঠার আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৫ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৪

ব্যঙ্গ-বিদ্রুপ করে মির্জা ফখরুলের বাসায় উঠতে চাওয়া আত্মগোপনে থাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিজ বাসায় ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদেরকে উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘ওবায়দুল কাদের আমাকে বিদ্রূপ করে বলতেন, ‘আমরা তো পালাবো না। যদি পালাতেই হয়, তবে দেশের বাইরে যাব না।’ আমার নাম ধরে বলতেন, ‘ফখরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দেবেন না?’

বিএনপি মহাসচিব বলেন, ‘এখন আমি ওবায়দুল কাদেরকে বলতে চাই, আপনি আসেন, আমার বাসাতেই এসে ওঠেন।

ভারত সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের পাশেই ভারত। আমরা তাদের সঙ্গে প্রতিবেশীর মতো ভালোভাবে থাকতে চাই। কিন্তু ওরা অনেক খারাপ কাজ করে। সীমান্তে আমাদের লোকজনকে গুলি করে মেরে ফেলে। তবে আমাদের ওপর যদি অন্যায়-অত্যাচার হয়, তার প্রতিবাদ আমরা জানাব।

জনসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি নুর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, আবু তাহের দুলাল, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহেরসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :