আমি ক্লিন প্রশাসন তৈরি করতে চাই: ডিসি হবিগঞ্জ

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৩
অ- অ+

হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান বলেছেন, আমি ক্লিন প্রশাসন তৈরি করতে চাই। যেখানে থাকবে না কোনো বৈষম্য, দুর্নীতি আর অনিয়ম। প্রশাসন হবে জনগণের কল্যাণের জন্য। কোথাও যদি কোনো ধরনের দুর্নীতির কোনো তথ্য পান তাহলে সঙ্গে সঙ্গে আমাকে অবগত করবেন। আমি তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নবাগত জেলা প্রশাসক বলেন, আমি আপনাদেরকে সেবা দিতে এসেছি, নিতে নয়। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা আসি আপনাদের সেবা দিতে, এই সেবা দিয়েই যাবো।

তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশে একটি পরিবর্তন এসেছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই অর্জন ধরে রাখতে হবে। বর্তমানে যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় না তারাই মাজারসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করছে। তাই এই অশুভ শক্তিকে আমাদের প্রতিহত করতে হবে।

সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন ইকবাল, মোহাম্মদ নাহিজ, মোহাম্মদ শাবান মিয়া, হারুনুর রশিদ চৌধুরী, শোয়েব চৌধুরী ও চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার হাজি, মৃত্যু ৪২ জনের
মুরাদনগরে আলোচিত নারী নির্যাতন: বড়ভাই ফজর আলীকে ফাঁসাতে ওই নারীকে হাতিয়ার বানান শাহ পরান
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা