টেস্টে শুভমান গিলকে যে লজ্জা দিলেন হাসান মাহমুদ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৪
অ- অ+

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে শূন্য রানে ফিরেছেন শুবমান গিল। এর মধ্য দিয়ে বিরাট কোহলি-মনসুর আলী খান পতৌদিদের সঙ্গে এমন একটি তালিকায় তিনি নাম তুলেছেন, যেটি অবশ্যই তার কাছে অনাকাঙ্ক্ষিত। হাসান মাহমুদের বলে ডাক মেরে তাদের পাশেই লজ্জার এক রেকর্ডে নাম লেখালেন শুভমান গিল। এক ক্যালেন্ডার বছরে টেস্টে ৩ বা এর বেশিবার শূন্য রানে আউট হওয়ার লজ্জা পেলেন সিরিজের প্রথম টেস্টে এসে।

এক বছরে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ন্যূনতম তিনবার শূন্য রানে আউট হওয়া ষষ্ঠ ব্যাটসম্যান গিল। কোহলি ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত টেস্টে তিনবার শূন্য রানে আউট হয়েছিলেন।

এ তালিকায় আরও আছেন ভারতের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদি (১৯৬৯ সাল), দিলীপ ভেংসরকার (১৯৭৯), মহিন্দর অমরনাথ (১৯৮৩) ও বিনোদ কাম্বলি (১৯৯৪)। তবে এ তালিকায় সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যান অমরনাথ। সেই বছর তার ছিল ৫ ডাক।

চলতি বছরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে গিল দুবার শূন্য রানে আউট হন। প্রথমবার শূন্য রানে ফেরেন হায়দরাবাদ টেস্টে, পরেরটি রাজকোট টেস্টে। আর আজ বাংলাদেশের বিপক্ষে আরও একবার শূন্য রানে ডাক মেরেছেন তিনি।

এর সঙ্গে অবশ্য আরেক লজ্জা যুক্ত হয়েছে তার। পাকিস্তানের আব্দুল্লাহ শফিকের পর টপ ও মিডল অর্ডার মিলিয়ে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে চলতি বছরে ৩ ডাক মেরেছেন শুভমান গিল।

তিন নম্বরে নেমে মাত্র ১১ ইনিংসেই ৩ বার শূন্যে সাজঘরে ফিরলেন শুভমান গিল। ভারতের হয়ে ঘরের মাঠে টেস্টে এরচে কম ইনিংসে কেউ ৩ বার শূন্য রানে ফেরেননি। পলি উমরিগার ঘরের মাঠে ২৬ ইনিংসে এবং মহিন্দর অমরনাথ ২৮ ইনিংসে ৩ বার ডাক মেরেছেন।

ঘরের মাঠে ভারতের হয়ে তিনে নেমে সবচেয়ে বেশি ডাক চেতেশ্বর পুজারার। ৭০ ইনিংসে ৫ বার শূন্য রানে ফিরেছেন তিনি। দিলীপ ভেঙসারকার ৩২ ইনিংসে শূন্য রানে ফেরেন ৪ বার।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা