বিএসএফ পিছু হটল বিজিবির বাধায়

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০০
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া দিতে এসে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় পিছু হটল। এতে দুই বাহিনীর মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়, যা পরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়।

বিজিবি স্থানীয় অধিবাসীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাঁচবিবির হাটখোলা বিওপির উচনা ঘোনাপাড়ায় ২৮১ নম্বর মেইন পিলারের সাব-পিলার ৩৭ ৩৮ নম্বর এলাকায় সীমান্তের ৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া ফেলে বিএসএফ। তারা কাঁটাতারের বেড়া স্থাপনের প্রস্তুতি নিলে হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার সাইদুল বারী বাধা দেন। এতে পিছু হটে বিএসএফ।

এ ঘটনার পর ওই এলাকায় বিজিবির উপস্থিতি জোরদার করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় সরেজমিনে দেখা যায়, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ ২৮১ নম্বর পিলার এলাকায় জঙ্গল পরিষ্কার করে কাউকে কিছু না জানিয়ে তারকাঁটার বেড়া দেয়ার চেষ্টা করে। আমরা তাতে বাধা দিলে তারা কাজ বন্ধ করে।’ পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা