কুমিল্লায় লরি চাপায় ২ জন নিহত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রা‌মে লরির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মহাসড়কের মিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও ৪ যাত্রী। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি লরি এসে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৪টি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় একটি অটোরিকশার চালক এবং এক পুরুষ যাত্রী মারা যান। আহত হন আরও ৪ জন। পরে হতাহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহদাৎ বলেন, দুইজন নিহত হয়েছে বলে জেনেছি। তবে আমরা নিহত-আহত কাউকে ঘটনাস্থলে পাইনি। তাদের পরিচয় নিশ্চিত হতে পারিনি। লরিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। কাউকে গ্রেপ্তার করা যায়নি।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :