চাঁদপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে সাপের কামড়ে দিপালী রানী সূত্রধর (৫০) নামে নারীর মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের উচ্চগাঁও গ্রামের সূত্রধর বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত নারীর দেবর পুত্র স্বপন সূত্রধর জানান, ভোর আনুমানিক ৫টার দিকে জেঠিমা ঘুম থেকে উঠে ঘর থেকে বের হবার সময় তার পায়ে সাপে কামড় দেয়। কামড় দিয়ে চলে যাওয়ার সময় জেঠিমা সাপটি দেখেন এবং তিনি ডাকচিৎকার দেন। এরপর সবাই মিলে তাকে বাড়ি থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সকাল ৯ টার দিকে তিনি হাসপাতালে মারা যান।
স্বপন আরও জানান, বাড়িতে আনার পরে ওঝা আনা হয়। ওঝা বলেছে জেঠিমাকে গোখরা সাপে কামড় দিয়েছে।
সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন বলেন, সাপে কামড় দেবার পরে ওই নারীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানেই তিনি মারা গেছেন বলে পরিবার থেকে জানানো হয়েছে।
(ঢাকা টাইমস/২৩সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন