বিমানবন্দর থানার সাবেক ওসিসহ ৫ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত খানসহ পাঁচ পরিদর্শককে (ইন্সপেক্টর) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। শেখ হাসিনা সরকার পতনের পর ইয়াসির আরাফাত খানকে বান্দরবানে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছিল।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- শেরপুরের পুলিশ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ পরিদর্শক আনিচুর রহমান মোল্লা, অ্যান্টি টেরোরিজম ইউনিটে কর্মরত পুলিশ পরিদর্শক মহসিনুল কাদির, চট্টগ্রামে কর্মরত পুলিশ পরিদর্শক মির্জা মোহাম্মদ হাছান, সিআইডির ফেনীতে কর্মরত মো. শাহজাহান ও বান্দরবানে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসির আরাফাত খান।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮ এর ৫৭ নম্বর আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে পুলিশ কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়েছে। বিধি অনুযায়ী তারা সব ধরনের সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএম/এমআর)

মন্তব্য করুন