জামালপুরে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অপসারণের দাবিতে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:৫৭
অ- অ+

জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দুর্নীতি, সেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ এনে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে অধ্যক্ষ উপস্থিথ না থাকায় অবরুদ্ধ করে রাখা হয় হিসাব রক্ষক তাসলিমা আক্তারকে। পরে যৌথবাহিনীর সদস্যের সহায়তায় ২ ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে কলেজ মাঠে প্রতিবাদ কর্মসূচি পালন করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। পরে তারা প্রশাসনিক ভবন ঘোরাও করে রাখে।

শিক্ষক ও কর্মচারীদের দাবি— দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, মনগড়াভাবে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎসহ ক্ষমতার অপব্যবহার করেছেন প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক।

আন্দোলনকারীরা জানান, গত তিন মাসে কলেজের ফান্ড থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ অবস্থায় অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন করছেন তারা। অধক্ষ্য না থাকায় কলেজের প্রশাসনিক ভবনে আটকে রাখা হয় হিসাব রক্ষক তাসলিমা আক্তারকে৷ পরে যৌথবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যায়।

এদিকে অধ্যক্ষকে অপসারণ না করা হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। যে অভিযোগগুলো আনা হয়েছে তার কোনো প্রমাণ নেই।’

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেঁজুর‘ গাছের সন্ধান
সীমান্তে সেনা উপস্থিতি কমাতে একমত ভারত-পাকিস্তান
মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী বাজারে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা