লেবাননের সার্বভৌমত্বকে সম্মান জানানোর আহ্বান সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৫
অ- অ+

পশ্চিম এশিয়ার দেশ লেবাননে সংঘাতময় পরিস্থিতিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে দেশটির ‘সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব।

সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরব লেবানন প্রজাতন্ত্রে বর্তমানে যে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে তা গভীর উদ্বেগের সঙ্গে অনুসরণ করছে।’

রিয়াদ থেকে এএফপি সোমবার এ খবর জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার সারাদেশে লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলায় শতাধিক লোক নিহত হয়েছেন। রিয়াদ লেবাননের সার্বভৌমত্বকে সম্মান জানানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়কে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব গ্রহণ এবং এই অঞ্চলের জনগণকে যুদ্ধের করুণ পরিণতি থেকে বাঁচানোর আহ্বান জানিয়েছে।’

ইসরাইল লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বেশকিছু দিন ধরে মারাত্মক হামলা চালিয়ে আসছে। গত শুক্রবারের হামলায় ইরান-সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের নেতা হাসান নাসরাল্লাহ এবং আন্দোলনের অন্যান্য সিনিয়র নেতাকে হত্যা করেছে।

মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কার মধ্যে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে ইসরাইলকে তা থেকে বিরত রাখার জন্য আন্তর্জাতিকভাবে আহ্বান জোরালো হচ্ছে।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা