আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট

আশুলিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৪, ১২:৩৩
অ- অ+

পোশাক কারখানার শ্রমিকদের অবরোধে আশুলিয়ার বাইপাইল এলাকায় প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক এবং বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক স্থবির হয়ে পড়েছে।

মঙ্গলবার সকাল থেকে এ অবরোধ শুরু হয়। এখনো চলছে। সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে তারা এ অবরোধ কর্মসূচি পালন করছে বলে জানা যায়।

শ্রমিক বিক্ষোভের মুখে নবীনগর-চন্দ্রা মহাসড়কে দিনভর যান চলাচল বন্ধ রয়েছে। রাতেও শ্রমিকরা সড়ক না ছাড়ায় টানা অবরোধের ফলে তিনটি প্রধান সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা।

এ সময় বাধ্য হয়ে অনেককে হেঁটে গন্তব্যে পৌঁছতে দেখা গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও চাকরিজীবীরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, গত ২৮ আগস্ট একটি নোটিশের মাধ্যমে আশুলিয়ার বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের সব কারখানা লে-অফ ঘোষণা করা হয়। এ সময় শ্রমিক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন ১০ সেপ্টেম্বর ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ ৩০ সেপ্টেম্বর পরিশোধের দিন ধার্য করা হয়।

চুক্তিমতো শ্রমিকদের বেতনের টাকা পরিশোধ করলেও ৩০ সেপ্টেম্বরের মধ্যে সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণের টাকা দিতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। তা পরিশোধে আরও তিন মাস সময় চেয়েছে প্রতিষ্ঠানটি। নির্ধারিত টাকা পরিশোধ না করায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এদিকে শ্রমিকদের টাকা পরিশোধ না করলেও শ্রমিক নেতাদের প্রায় সাড়ে আট লাখ টাকা উৎকোচ হিসেবে কারখানা কর্তৃপক্ষ দিয়েছে বলে অভিযোগ রয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকরা সকাল সাড়ে ৯টা থেকে নবীনগর-চন্দ্র মহাসড়ক অবরোধ করে রেখেছেন। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানিয়েছেন।’

এর আগে সোমবারও সকাল সাড়ে ৯টা থেকে টানা ২৪ ঘণ্টা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখেন বার্ডস গ্রুপের পোশাক শ্রমিকরা।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বন্যার্তদের পাশে বিজিবি: ফেনীতে ২০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
বৃহস্পতিবারের কুমিল্লা বোর্ডের  এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা