একদফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে নার্সদের ৩ ঘণ্টা কর্মবিরতি পালন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৪, ১২:৫৮| আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৩:৩৯
অ- অ+

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের একদফা দাবিতে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে নার্সরা ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য দেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার আজিম উদ্দিন, নার্সিং সুপারভাইজার আয়েশা খাতুন হাসি, নার্সিং ইন্সট্রাক্টর মোমতাজ বেগম, সিনিয়র স্টাফ নার্স ওবাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স সামসুন নাহার মাসুম বিল্লাহ প্রমুখ।

বক্তারা তাদের একদফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

একদফা দাবি না মানলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে কর্মবিরতি চললেও জরুরি সেবা দেওয়ার জন্য নার্সরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন।

(ঢাকা টাইমস/০১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা