শুল্ক গোয়েন্দার ডিজি হলেন সৈয়দ মুশফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৪, ১৮:৩৬
অ- অ+

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেলেন চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনারেটের কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান।

বুধবার কাস্টমস ও ভ্যাট প্রশাসনের প্রথম সচিব আমীমুল ইহসান খানের সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ঢাকা (পূর্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনারেটের কমিশনার মুহাম্মদ জাকির হোসেনকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনারেটে বদলি করা হয়েছে।

ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনারেটের কমিশনার আবুল বাশার মো. শফিকুরকে কাস্টমস অব কমিশনার (বন্ড) ঢাকা উত্তরের কমিশনারেটে বদলি করা হয়েছে।

ঢাকা-১ এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের আপিল কমিশনারেটের কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দিনকে বদলি করা হয়েছে ঢাকা (পূর্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনারেটে।

এছাড়া, পৃথক এক প্রজ্ঞাপনে ২৭ জন যুগ্ম কমিশনারকে কমিশনারেটে বদলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা