দুবাইতে সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির যুবকের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের শাহরাস্তির মো. শাহজাহান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
শাহজাহান উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক উত্তর পাড়া গ্রামের মো. শাহ আলম রাউৎ-এর ছোট ছেলে। তার বাবা এসব তথ্য নিশ্চিত করেন।
স্বজনরা জানান, শাহজাহান দুবাইতে একটি ওয়ার্কশপে কাজ করতেন। বুধবার (২ অক্টোবর) বিকেলে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহজাহানের বাবা শাহআলম বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে শাহজাহান ছোট। বড় ছেলে গত ১০ দিন আগে সৌদি আরবে গেছে। আর শাহজাহান ১০ মাস আগে আরব আমিরাতে যায়। দুবাই শহরে একটি ওয়ার্কশপে কাজ করত। বিদেশে যাওয়ার ১ বছর আগে বিয়ে করেছে সে। তবে কোনো সন্তান নেই।’
ছেলের মৃত্যুর ঘটনায় এখন কী করবেন বুঝতে পারছেন না শাহজাহানের বাবা। ছেলের লাশ দেশে আনার জন্য উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/৩অক্টোবর/মোআ)

মন্তব্য করুন