এমন কিছু করা যাবে না যাতে দলের মর্যাদা ক্ষুণ্ন হয়: যুবদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৪, ২১:৩৪

নেতা-কর্মীদের উদ্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, এমন কিছু করা যাবে না যাতে দলের মর্যাদা ক্ষুণ্ন হয়। তিনি বলেন, দেশের গণতন্ত্র মজবুত করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক সহাবস্থান।

শুক্রবার পিরোজপুরে এক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিক-নির্দেশনামূলক এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার অনুসারীরা আত্মগোপন করে আছেন। এখনও আওয়ামী লীগ আর তাদের দোসরের বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। সামনে দুর্গাপূজা আসছে। এই দুর্গাপূজাকে কেন্দ্র করে হাসিনার সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য ও অশান্তি তৈরি করতে পারে। সেদিকে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

নেতা-কর্মীদের উদ্দেশে যুবদল সভাপতি আরও বলেন, সংগঠনকে সুন্দরভাবে এগিয়ে চলার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে । সংগঠন বহির্ভূত কাজ দল গ্রহণ করছে না । সুতরাং সবাইকে সংযত হতে হবে ধৈর্য ধারণ করতে হবে । কেউ যদি সংগঠন বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেয়া হবেনা।

বিগত সময়ে আমাদের ব্যাপক আন্দোলন করতে হয়েছে। ১৫-১৭ বছর আন্দোলন করেছি। আমাদের নেতা-কর্মী, ভাইয়েরা গুম-খুন, হামলা-মামলার শিকার হয়েছেন। যারা এসব অন্যায় করেছেন, তারা সবাই গ্রেপ্তার হননি। তাদের বিরুদ্ধে মামলাও দিতে হবে। তাদের গ্রেপ্তারও করতে হবে। আমরা তাদের বিচারও দাবি জানাই।

পিরোজপুর জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেক, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক তানজির রশিদ বাপ্পী, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, সহ পিরোজপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। (ঢাকাটাইমস/০৪অক্টোবর/জেবি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

জনদুর্ভোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: আমিনুল 

ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেপ্তার

ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: রবি

প্রশাসন থেকে গণহত্যায় সহায়তাকারীদের সরাতে হবে: জুয়েল

বিপ্লবের ১০০ দিন পর ইনডেমনিটি অর্ডিন্যান্সের প্রয়োজন কেন, প্রশ্ন মঈন খানের

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ গঠন, প্রেসিডেন্ট তারেক রহমান

জনগণ প্রত্যাখ্যান করে এমন পথে এগোবেন না: ফারুক

স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রোজি কবির মারা গেছেন

১০ বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি, লক্ষ্য কী? নির্বাচনি রোডম্যাপের দাবি জোরালো করা?

এই বিভাগের সব খবর

শিরোনাম :