খুনী হাসিনার বিচার না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না: বিএনপি নেতা হামিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৪, ২২:০৫
অ- অ+

বিএনপির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ বলেছেন, ‘স্বাধীনতা যুদ্ধ ছাড়া পৃথিবীর কোথায়ও গণতন্ত্রের জন্য এত জীবন দিতে হয়নি। পতিত স্বৈরশাসক নিজেদের লুণ্ঠিত অর্থ নিরাপদ রাখতে এবং প্রতিবেশি রাষ্ট্রের স্বার্থ রক্ষায় ছাত্রজনতাকে পাখির মতো গুলি হত্যা করেছে। এই খুনী হাসিনার বিচার না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না।’

শুক্রবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের রুহের মাগফিরাত এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণের ২৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় বিএনপি নেতা হামিদ বলেন, পতিত স্বৈরশাসক শেখ হাসিনা এখনো ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। আর দেশে থাকা তার দোসররা সে ষড়যন্ত্র বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশের এনে বিচারের মুখোমুখি করতে হবে।

ওয়ার্ড সভাপতি আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শ্যামলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি পারভেজ রেজা, যুবদলের সাবেক সহ সাংগঠনিক মহসিন আলী লিটন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সাঈদ হাসান মিন্টু, বংশাল থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি শফিউদ্দিন সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক আসিফুর রহমান বিপ্লব, কবি নজরুল সরকারি কলেজের সভাপতি সাইদুর রহমান সাইদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ লালবাগ, চকবাজার, কোতোয়ালি, বংশাল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের থানা ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনালী ব্যাংকে প্রধান কার্যালয়ে ৫টি নতুন বিভাগ চালু 
খুলনায় শিক্ষককে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে ৩ দফা দাবিতে রেল অবরোধ
রাঙামাটিতে ট্রাক্টর উল্টে প্রাণ গেল ৩ শ্রমিকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা