রান আউট নিয়ে তর্কে জড়িয়ে আলোচনায় ভারত অধিনায়ক হারমানপ্রীত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৪, ১২:৫৫
অ- অ+

সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে এবারের আসরের শুরুটা ভালো হলো না শিরোপার অন্যতম দাবিদার ভারতের। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে আসর শুরু করেছে হারমানপ্রীতের দল। তবে ভারতের হারের চেয়েও বেশি আলোচনা হচ্ছে নিউজিল্যান্ডের ব্যাটার অ্যামিলিয়া কারের রান আউটকে কেন্দ্র করে ভারত অধিনায়ক হারমানপ্রীত করের আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ানো।

গতকাল (শুক্রবার) চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামে ভারত। এদিন টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কিউইরা। এই ম্যাচে একটি রান আউটকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার অ্যামেলিয়া করকে নিয়মানুযায়ী রান আউট করা হলেও সেটি বাতিল ঘোষণা করেন দায়িত্বরত আম্পায়ার।

ম্যাচের ১৪ ওভারের সময় এই ঘটনাটি ঘটে। দীপ্তি শর্মার ওভারের শেষ বল লং অফের দিকে ঠেলে দিয়ে এক রান নেন অ্যামিলিয়া। বাউন্ডারির কাছ থেকে বল কুড়ান ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত। ওভারের শেষ বল হওয়ায় বল থ্রো না করে নিজের হাতে রেখেই উইকেটের কাছে আসতে থাকেন হারমান। তবে সেটিকে সুযোগ হিসেবে দেখেন দুই কিউই ব্যাটার।

হারমানপ্রীত বল হাতে নিয়ে ধীরে ধীরে উইকেটের দিকে এগোতে থাকলে সুযোগ বুঝে দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করেন অ্যামিলিয়া ও সোফি ডিভাইন। তবে দ্বিতীয় রান সম্পূর্ণ করতে পারেননি অ্যামেলিয়া। হারমানপ্রীতের থ্রো থেকে বল পেয়ে রান আউট করেন রিচা ঘোষ। সঙ্গে সঙ্গে উদযাপনে মেতে ওঠেন ভারতীয় খেলোয়াড় এবং দর্শকরা।

ভারতের খেলোয়াড় এবং দর্শকরা যখন উইকেট উদযাপন করছিলেন, তখন মাঠের দুই আম্পায়ার একটু আলোচনা করেন। পরিষ্কার আউট চিন্তা করে ততক্ষণে ডাগআউটের দিকে হেঁটে চলছিলেন অ্যামেলিয়া। সীমানার কাছে তাকে থামান চতুর্থ আম্পায়ার। জানালেন আউট হননি অ্যামিলিয়া, আগেই 'ডেড' হয়ে গেছে বল।

মূলত নিউজিল্যান্ডের ওই দুই ব্যাটার দ্বিতীয় রানের জন্য দৌড় শুরুর আগেই বোলারকে ক্যাপ ফেরত দিয়ে ওভার ঘোষণা করেন আম্পায়ার। সে কারণেই এই আউট বাতিল করা হয়েছে। যদি ওই দুই ব্যাটার রান সম্পন্ন করতেন সেটাও বাতিলই করা হতো।

তবে আম্পায়ারদের এই যুক্তি মানতে পারছিলেন না হারমানপ্রীত। মাঠের দুই আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ারের সঙ্গে এ বিষয়ে তর্কে জড়িয়ে পড়েন তিনি। খেলাও বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। পরে অবশ্য আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়েই খেলা শুরু করে ভারত।

এদিকে, মাঠের খেলায় ভারতকে ৫৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। শুরুতে ব্যাট করে ডিভাইনের ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ১৬০ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে ১০২ রান করে অলআউট হয় ভারত।

(ঢাকাটাইমস/০৫ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা