আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না, ডিবি হবে ভুক্তভোগীদের ভরসাস্থল: রেজাউল করিম মল্লিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৪:৪০ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৪, ১৩:৪৮

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, “ডিবিতে থাকবে না ‘আয়নাঘর', থাকবে না কোনো ‘ভাতের হোটেল'। সেলিব্রেটি নায়ক-নায়িকাদের বিচরণস্থল হবে না ডিবি। ডিবি হবে ভুক্তভোগীদের ভরসাস্থল।”

শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেসে' তিনি এসব কথা বলেন

ডিএমপির ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বলেন, “ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আর কোনো আয়নাঘর থাকবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। সেলিব্রেটি নায়ক-নায়িকাদের বিচরণস্থল হবে না ডিবি। ডিবি হবে ভুক্তভোগীদের ভরসাস্থল। ডিবিকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হচ্ছে, ডিবির কোনো সদস্য অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ডিবিপ্রধান বলেন, “পুলিশের সংকটকালে ডিবির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। উচ্চাভিলাষী ও অপেশাদার পুলিশ কর্মকর্তারা পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এতে পুলিশের মনোবল ভেঙে পড়ে। এসব চ্যালেঞ্জকে ডিবি সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে।”

‘ডিবি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পেরেছে” বলে মন্তব্য করেন তিনি।

সাধারণ মানুষের সুবিচার নিশ্চিত করা হবে জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, “ডিবি কাউকে আটক করলে তার আত্মীয়স্বজনকে তাৎক্ষণিকভাবে জানানো হয়। গোয়েন্দা পুলিশ কর্মকর্তাদের কেউ অপেশাদার কাজে লিপ্ত হলে তাকেও ছাড় দেওয়া হবে না।”

মামলা ও অভিযান প্রসঙ্গে তিনি বলেন, “যে মামলাগুলো হয়েছে, সেগুলোর এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।”

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ডিবিপ্রধান বলেন, “দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিবির টিম সাদা পোশাকে বিভিন্ন পূজামণ্ডপে থাকবে।”

(ঢাকাটাইমস/৫অক্টোবর/এলএম/এফএ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :