পদত্যাগ করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স প্রধান খুরশেদ, টানা ১৫ বছর ছিলেন চুক্তিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৪, ১৯:৩২
অ- অ+

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান (সচিব পদমর্যাদা) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পদত্যাগ করেছেন। টানা ১৫ বছর ধরে তিনি এই পদে চুক্তিতে কাজ করছিলেন।

রবিবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন খুরশেদ আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হকের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

নৌবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় ১৯৯১ সালে খুরশেদ আলম মালয়েশিয়াতে ডিফেন্স অ্যাডভাইজার হিসেবে নিয়োগ পান। এছাড়া তিনি মোংলা পোর্টের চেয়ারম্যান, খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, জনতা ও চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পরিচালক হিসেবে কাজ করেছেন। ২০১৬ সালে ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

২০০৯ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান হিসেবে (সচিব পদমর্যাদায়) নিয়োগ পান। ২০১৮ সালের ১১ জানুয়ারি মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান হিসেবে পুনরায় চুক্তিতে নিয়োগ পান তিনি। একই পদে টানা ১৫ বছর ধরে তিনি চুক্তিভিত্তিক কাজ করছেন।

সর্বশেষ পররাষ্ট্র স‌চিব হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন কয়েকদিন। সাবেক পররাষ্ট্র সচিব মাসুদ বিন মো‌মে‌নের চুক্তি বাতিলের পর নতুন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পান।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা