সুনামগঞ্জে বিদেশি মদসহ মাদক কারবারি আটক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ৩০৩ বোতল বিদেশি মদসহ মো. ফজু রহমান (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার ভোর রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত ফজু রহমান রাজেন্দ্রপুর গ্রামের মৃত জবর আলীর ছেলে।
সিলেট র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহর রহমান সোহেল এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩০৩ বোতল বিদেশি মদসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।(ঢাকা টাইমস/০৭অক্টোবর/এসএ)

মন্তব্য করুন