সুপ্রিম কোর্টের ‘দলবাজ বিচারপতিদের’ পদত্যাগ চেয়ে প্রধান বিচারপতিকে আইনজীবীদের স্মারকলিপি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ‘চরম দুর্নীতিগ্রস্ত, দলবাজ’ বিচারপতিদের অপসারণের দাবিতে মানববন্ধন শেষে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন আইনজীবীরা।
সুপ্রিম কোর্টের ‘‘সাধারণ আইনজীবী’’ ব্যানারে মানববন্ধন শেষে প্রধান বিচারপতিকে চার্টার অব ডিমান্ড শিরোনামে এই স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধন থেকে দলবাজ ও দুর্নীতিগ্রস্ত বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ ও সৈয়দ মামুন মাহবুবের নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধি দল দলবাজ ও দুর্নীতিগ্রস্ত বিচারপতিদের অপসারণে পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান বিচারপতিকে স্মারকলিপি দেন।
সৈয়দ মামুন মাহবুব গণমাধ্যমকে জানান, হাইকোর্টের ৩০ জন চিন্থিত দলবাজ বিচারপতিকে অবিলম্বে অপসারণ বা তারা স্বেচ্ছায় পদত্যাগ না করলে আগামী ১৭ অক্টোবর তাদের ছবি সম্বলিত নামের তালিকা সংবাদ সম্মেলন করে দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে। তাদের পদত্যাগ বা অপসারণে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, ফ্যাসিবাদী শাসন থেকে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। প্রধান বিচারপতি আমাদের বিচার বিভাগের অভিভাবক। কিন্তু নতুন বাংলাদেশে হাইকোর্ট বিভাগ ও বিচার বিভাগীয় প্রশাসন এবং অধস্তন বিচার বিভাগে বিচারক হিসেবে থাকা মানুষগুলোকে যারা (কিছু বিচারক) ফ্যাসিবাদী শাসনের সমর্থক ও সহযোগী হিসেবে কাজ করেছে। বিচারকের আসনে যখন আমরা তাদের দেখতে পাই তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এসব বিচারক দায়িত্ব পালনে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত ছিলেন।
আইনজীবীরা বলেন, জুলাই বিপ্লব, ২৪ এর রক্তের ঋণ শোধের জন্য রাজনৈতিক পক্ষপাতদুষ্টতা ও দুর্নীতিগ্রস্ত বিচারপতিদের অবিলম্বে তাদের পদ থেকে পদত্যাগ করতে হবে। যাতে করে ‘জুলাই বিপ্লবে’ প্রাণ উৎসর্গ ও রক্তের বলিদানকারীদের জীবন অর্থবহ করে তোলে।
(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এসআইএস)

মন্তব্য করুন