নাটোরে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব 

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৪, ১১:৩২| আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:০১
অ- অ+

নাটোরে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব।

বুধবার সকাল থেকে চলে প্রতিটি মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি এবং চন্ডীপাঠ। এ বছর নাটোর জেলা সদরসহ সাতটি উপজেলায় ৩৫১টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

এ সময় ধূপ-ধুনোর গন্ধ, ভক্ত বৃন্দের আগমন, ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠে পূজা মণ্ডপগুলো। সারা দিন চন্ডিপাঠ, রাতে আরতি সহ নানা আনুষ্ঠানিকভাবে শেষ হবে মহাষষ্ঠী পূজা। দেবী দুর্গার আগমনকে ঘিরে মণ্ডপগুলো চলছে উৎসবের আমেজ। ভক্ত হৃদয়ের আরাধনায় সব অকল্যাণ দূর করে বয়ে আনবে শুভ বার্তা-এমনটাই আশা করছেন পুরোহিত ও ভক্তবৃন্দ।

জেলা প্রশাসন জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাড়ানো হয়েছে। স্টাইকিং ফোর্সের পাশাপাশি প্রতিটি মন্দিরে র‌্যাব, পুলিশ ও আনসারসহ গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছে।

টানা চারদিনের ছুটিতে দেশ বৃহস্পতিবার মহাসপ্তমী, শুক্রবার মহাঅষ্টমী আর শনিবার হবে মহানবমীর পূজা। পঞ্জিকা মতে, এবার মহানবমী পূজার পরই দশমী বিহিত পূজা হবে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর মহালয়ার মাধ্যমে দেবীপক্ষ ও শারদীয় দুর্গোৎসবের পূণ্যলগ্নের শুরু হয়।

(ঢাকা টাইমস/০৯অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা