নাফকো ডেভেলপার কোম্পানি

ফ্ল্যাট বিক্রির নামে গুলির ভয় দেখিয়ে ৭৩ লাখ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, ১৩:৪২| আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৩:৫২
অ- অ+

রাজধানীর মিরপুরে ফ্ল্যাট বিক্রির নামে আটকে রেখে গুলি করার ভয় দেখিয়ে প্রায় ৭৩ লাখ টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে এক ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন– মো. মহসিন মুন্সি, মো. মাজাহারুল ইসলাম, মো. রেজাউল করিম, তৈয়ব, মো. হুমায়ুন কবির ও নূর মোহাম্মদ ওরফে নতু।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৫৭ লাখ ৫০ হাজার টাকা, ১টি গ্যাস লাইট ও একটি লোহার সিন্দুক জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাকছুদের রহমান।

তিনি বলেন, “ধানমন্ডির বাসিন্দা মো. হারুনুর রশিদ ভূঞা (৬০) নাফকো ডেভেলপার কোম্পানি লিমিটেড নামের একটি রিয়েল এস্টেট কোম্পানির কাছে ধানমন্ডির রোড ৪/এ নির্মাণাধীন ১০তলা বিশিষ্ট ভবনে তিন কোটি ৭৫ লাখ টাকা মূল্যে দ্বিতীয়, তৃতীয় ও অষ্টম ফ্লোর ক্রয়ের জন্য ৩০ লাখ টাকায় বায়না করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে এক কোটি ২৩ লাখ টাকা প্রদান করেন।

পরে নাফকো ডেভেলপার কোম্পানির ডিএমডি ও এমডি মোবাইল ফোনে হারুনুর রশিদকে জানান, ৮ অক্টোবর সন্ধ্যার পরে মিরপুরের বাসা নং-৯/২, ব্লক-বি, সেকশন-০৬, রোড নং-০৫ এ তার অফিসে রেজিস্ট্রেশন করে দেবেন এবং রেজিস্ট্রেশনের জন্য বাকি সব টাকা নিয়ে আসতে বলেন। তখন তিনি ডিএমডি ফয়সাল শেখকে বকেয়া টাকা পে-অর্ডারের মাধ্যমে দিতে চাইলে তিনি নগদ টাকা নিয়ে আসার জন্য জোর অনুরোধ করেন।

এমডি ও ডিএমডির অনুরোধের প্রেক্ষিতে ওইদিন সন্ধ্যায় ভিকটিম তার পরিবারের সদস্যসহ ৭২ লাখ ৮০ হাজার টাকা দুটি ব্যাগে করে নিয়ে নাফকো ডেভেলপার কোম্পানির অফিসে যান। এরপর প্রতিষ্ঠানের ডিএমডি ফয়সাল শেখের অফিসে বসে কথা বলার সময় হঠাৎ অজ্ঞাতনামা ২০-২৫ জন মাস্ক পরা ব্যক্তি পিস্তল সদৃশ বস্তু দিয়ে গুলি করার ভয় দেখিয়ে ভিকটিমকে মারধর করে ৩২ লাখ ৮০ হাজার টাকা কেড়ে নেন ও তাদেরকে পাশের কক্ষে আটকে রাখেন। পরবর্তীতে অজ্ঞাত ব্যক্তিরা কার পার্কিংয়ে বাকি টাকা নিয়ে অপেক্ষায় থাকা ভিকটিমের স্ত্রী, ছেলেমেয়ে ও ড্রাইভারকে মারধর করে তাদের কাছে থাকা আরও ৪০ লাখ টাকা কেড়ে নেন। এছাড়া ভিকটিমের স্ত্রীর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও পরিবারের সদস্যদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরে ভিকটিমের স্ত্রী, ছেলেমেয়ে ও ড্রাইভারকে ডিএমডি ফয়সাল শেখের অফিস কক্ষের পাশের কক্ষে সকলের সঙ্গে আটকে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যান। তাদের চিৎকারে অজ্ঞাত এক ব্যক্তি দরজা খুলে দিলে তারা বের হয়ে যান। তাদের আর্তচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসেন এবং মিরপুর থানায় বিষয়টি জানালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমদের উদ্ধার করে।

পরবর্তীতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার ও তাদের কাছ হতে ৫৭ লাখ ৫০ হাজার টাকা ও অন্যান্য আলামত উদ্ধার করে পুলিশ।

মিরপুর বিভাগের ডিসি বলেন, “গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এর সঙ্গে রিয়েল এস্টেট কোম্পানির এমডিও জড়িত। তারা এর আগেও এ ধরনের কাজ করেছে।”

এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার ও বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিসি মো. মাকছুদের রহমান।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা