বঙ্গোপসাগরে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত, আহত ২

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, ১৪:৫৩| আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৮:৩৮
অ- অ+
বঙ্গোপসাগর (ফাইল ফটো)

মিয়ানমারের নৌবাহিনী কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে অবস্থানিরত বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে গুলি করেছে। এতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার বিকেলে সেন্টমার্টিন দ্বীপ থেকে বঙ্গোপসাগরের ৩০ কিলোমিটার ভিতরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

নিহত জেলে ওসমান (৫০) টেকনাফের শাহপরীর দ্বীপের কোনা পাড়ার বাছা মিয়ার ছেলে। তিনি পুরনো রোহিঙ্গা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুস সালাম। তিনি বলেন, “এলাকার লোকজন ছয়টি ট্রলার নিয়ে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে মিয়ানমারের নৌবাহিনী গুলি চালায়। এতে একজন মারা যান। এছাড়া আরও দুই জন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি।”

ট্রলার মালিক সাইফুল জানান, বুধবার সাগরে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে গুলিবর্ষণ শুরু করে। এতে তার ট্রলারের তিনজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে একজন মারা যান। পরে নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ সবাইকে আটক করে। তবে বৃহস্পতিবার ওই ট্রলারটি ছেড়ে দেওয়া হয়। নিহত এবং আহত জেলেদের নিয়ে ট্রলারটি শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছে। তবে এখনো ঘাটে এসে পৌঁছায়নি বলে জানান ট্রলার মালিক।

বিজিবির টেকনাফস্থ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, “মিয়ানমার সীমান্তে নৌবাহিনীর গুলিতে একজন নিহত এবং দুইজন আহত হওয়ার খবর পেয়েছি। বিস্তারিত খেঁজখবর নেওয়া হচ্ছে।”

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা