তিন পদে ১৫৮ জনকে চাকরি দেবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৫:২৯ | প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, ১৫:২৪

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তিনটি পদে ১৫৮ জনকে চাকরি দেবে সরকারি প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ব্যক্তিগত সহকারী

এই পদে ৮ জনকে নেওয়া হবে। বেতন স্কেল- ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক বা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা- মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

এই পদে নেওয়া হবে ১০০ জনকে। বেতন স্কেল- ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। শিক্ষাগত যোগ্যতা- অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। অন্যান্য যোগ্যতা- মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

পদের নাম: হিসাব সহকারী

এই পদে নিয়োগ দেওয়া হবে ৫০ জনকে। বেতন স্কেল- ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। শিক্ষাগত যোগ্যতা- বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমান পাস। অন্যান্য যোগ্যতা- তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

চাকরির ধরন- সরকারি। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। কর্মস্থল- ঢাকা। আবেদন ফি বাবদ প্রতিটি পদের জন্য ২০০ টাকা এবং সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

পদ তিনটির জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। আবেদনের শেষ সময়- আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এজে)

সংবাদটি শেয়ার করুন

চাকরি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :