পাকিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি ব্রুকের

সাধারণত ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ টি-টোয়েন্টিতে দেখা যায় রানের পসরা। ব্যাটাররা একের পর এক এক বলকে করেন মাঠছাড়া। তবে এবার টেস্টেও রানের পাহাড় দেখছেন ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তানের মুলতানে চলছে পাকিস্তান ও ইংল্যান্ডের টেস্ট ম্যাচ। সেখানে প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৫৫৬ রানের জবাবে ৮২৩ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংলিশরা।
ইংলিশদের হয়ে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন জো রুট। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়েছেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। তাতে দীর্ঘ এক অপেক্ষার অবসান হয়েছে।
আগের দিন হ্যারি ব্রুক মুলতানে টেস্টের দ্বিতীয় দিন শেষে ১৮৪ রানে অপরাজিত ছিলেন। আজ দিনের প্রথম সেশনেই ডাবল সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন। তারপর থামেন ৩১৭ রানে। ৩২২ বল স্থায়ী তার ইনিংসটি সাজানো ছিল ২৯ চার ও ৩ ছক্কায়।
ক্যারিয়ারে এটিই ব্রুকের প্রথম ট্রিপল সেঞ্চুরি। ইংল্যান্ডের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন এই ব্যাটসম্যান। দেশটির হয়ে সর্বশেষ ৩০০ করেছিলেন গ্রাহাম গুচ, ৩৪ বছর আগে। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গুচ।
টেস্ট ক্রিকেটে এখন ট্রিপল সেঞ্চুরি হয় কালেভদ্রে। সর্বশেষ হয়েছে ২০১৯ সালে। মজার ব্যাপার হলো, সেটিও এই পাকিস্তানের বিপক্ষে। অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৩৫ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। অর্থাৎ এই দশকে এটিই প্রথম ট্রিপল সেঞ্চুরি।
ব্রুক পাকিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি ছুঁয়েছেন ৩১০ বলে, যা দ্বিতীয় দ্রুততম। টেস্টে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির মালিক ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। ২০০৮ সালে চেন্নাইয়ে ২৭৮ বলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০০ ছুঁয়েছিলেন শেবাগ। পাকিস্তানের বিপক্ষে ব্রুক টেস্ট খেলেছেন ৪টি। সেঞ্চুরি করেছেন সব কটিতে, যার একটি ট্রিপল সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে খেলা নিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮৭ রানের ইনিংসও আছে তার।
মুলতানে ব্রুকের মহাকাব্যিক ইনিংসের পর ইংল্যান্ড ৮২৩ রানে ইনিংস ঘোষণা করেছে। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের তৃতীয় দিনে ব্রুক তার ব্যাট হাতে অসাধারণ প্রদর্শন করেন। শক্ত প্রতিরোধ গড়ে তুলে তিনি প্রথমে তার শতক এবং এরপর দ্বিশতক পূর্ণ করেন। অবশেষে তার ট্রিপল সেঞ্চুরি পূর্ণ হয়, যা তাকে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ইনিংস খেলা ব্যাটসম্যানের মধ্যে স্থান করে দিয়েছে।
(ঢাকাটাইমস/১০ অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন