মুন্সীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা সপু
কেন্দ্রীয় নির্দেশনায় মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির সেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার দুপুরে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রতিনিধিদলের সদস্যরা।
সংশ্লিষ্টরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে দেশের সকল মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের নানা বিষয় খোঁজখবর নেওয়া হচ্ছে। এর অংশ হিসাবে মুন্সীগঞ্জেও পরিদর্শন ও সার্বিক বিষয়ে সরেজমিনে যান বিএনপির প্রতিনিধিদল।
তারা বলেন, উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা যেন তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয় বিএনপি সজাগ রয়েছে।
সরফত আলী সপুর নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল মণ্ডপ সংশ্লিষ্ট ও সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সঙ্গে মতবিনিময় করেন। এসময় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবের শান্তি শৃঙ্খলাসহ নানা বিষয়ে খোঁজখবর নেওয়া হয়।
পরিদর্শনকালে মীর সরফত আলী সপু নিজস্ব উদ্যোগে মণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, বিএনপি নেতা জসিমউদ্দীন খা, কেন্দ্রীয় যুবদল নেতা মইনুল ইসলাম হিটু, আওলাদ হোসেন উজ্জল প্রমুখ।(ঢাকাটাইমস/১০অক্টোবর/জেবি/এসআইএস)