মুস্তাফিজের পর ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন তানজিদ তামিম

আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। আসন্ন এই আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএলে প্রতিবারই বদল আসতে থাকে ঢাকার ফ্র্যাঞ্চাইজিতে। এবারও আসছে।
নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস সরাসরি চুক্তিতে ইতোমধ্যে ৩ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়ে ফেলেছে। বিদেশি ওপেনার জনসন চার্লসের পাশাপাশি দেশি দুই তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে ঢাকা। সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমান এবং তানজিদ হাসান তামিমকে দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস।
আজ শুক্রবার নিজেদের ফেসবুক পেইজের এক পোস্টের মাধ্যমে তানজিদকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস।
এর আগে গতকাল মুস্তাফিজুর রহমানও যোগ দিয়েছেন ঢাকা ক্যাপিটালসে। এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নিয়েছেন শাকিব খান। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এই নায়কের মালিকাধীন কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের দলের নাম ‘ঢাকা ক্যাপিটালস’।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটার জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে ঢাকা। এরপর দ্বিতীয় পছন্দ হিসেবে তারা দেশীয় তারকা পেসার মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করেছিল। সবশেষ তানজিদ তামিম।
(ঢাকাটাইমস/১১ অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন