মিজানুর রহমান আজহারীকে নিয়ে পরিকল্পিত অপপ্রচার হচ্ছে কি?
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মিজানুর রহমান আজহারীকে নিয়ে পরিকল্পিত অপপ্রচার হচ্ছে কি? এই প্রশ্নটি সামনে এসেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ একটু দেরি করে তাকে চেক-ইন করানোয়। বাংলাদেশের একাধিক মিডিয়াতে মিজানুর রহমান আজহারী মালয়েশিয়ান কর্তৃপক্ষের বাধার মুখে সেদেশে ঢুকতে পারেননি, তাকে ঢাকায় ফেরত পাঠানো হচ্ছে এ ধরনের প্রচার করায়। আমাদের প্রশ্ন একটি দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ যদি বিশেষ কারণে, নিরাপত্তাজনিত বিষয়ে অথবা অন্য কোনো কারণে একটু জিজ্ঞাসাবাদ করে, একটু বেশি সময় নেয় তাহলে কি এটি বলতে হবে যে তাকে আটকে দেয়া হয়েছে? তাকে সে দেশে ঢুকতে দেয়া হচ্ছে না অথবা তাকে নিয়ে কোনো নেতিবাচক প্রচার করতে হবে?
মিজানুর রহমান আজহারী নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন, অপপ্রচারে, গুজবে কান দেবেন না। একথা আমরা সকলেই জানি মিজানুর রহমান আজহারী একজন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ এবং বক্তা। দেশে এবং বিদেশে তিনি অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন ইসলামি জলসায় অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।
তিনি পাঁচ বছর আগে বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়ায় যান এবং কুয়ালালামপুরে অবস্থান করছিলেন। কেন তিনি বাংলাদেশ ছেড়েছিলেন, কেন তিনি বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন? এ কথাও প্রায় সকলের জানা। আওয়ামী লীগ সরকার তাকে নানাভাবে হেনস্তা করছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল। তিনি কিন্তু স্বেচ্ছায় দেশ ছাড়েননি। তার নিরাপত্তাজনিত সংকট ছিল, সমস্যা ছিল এ কারণেই তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল।
গত ৫ আগস্ট সরকারের পট পরিবর্তনের পরে তিনি বাংলাদেশে আসেন এবং মাসখানেক অবস্থান করেন। বিভিন্ন ইনডোর প্রোগ্রামে অংশ নেন। বিভিন্ন আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করেন এবং যাওয়ার আগে নিজেই তার ফেসবুক পেজে পোস্ট করেন–তিনি ফিরে যাচ্ছেন। আবার আসবেন। সময় নিয়ে আসবেন। সময়ের স্বল্পতার কারণে বাংলাদেশে অনেকের সঙ্গেই তার দেখা করার সুযোগ হয়নি। পরবর্তীতে তিনি যখন আসবেন তখন তিনি সকলের সঙ্গে দেখা করার প্রত্যাশা রাখেন। তিনি এ কথাও বলেন যে, পরবর্তীতে তিনি তৃণমূলে এত বেশি প্রোগ্রাম করতে চান না বরং বেশি করে ইনডোর প্রোগ্রাম করতে চান। কোরআনের যে ব্যাখ্যা, কোরআনের যে আলো তা আরও বেশি করে ছড়িয়ে দিতে চান।
এই ধরনের একজন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ যার একটু উজ্জ্বল ভাবমূর্তি রয়েছে তার বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমাদের মিডিয়া সচেতন হবে, আরও বেশি দায়িত্বশীল আচরণ করবে এটাই তো প্রত্যাশা করব। নাকি এই প্রত্যাশাও আমাদের করা ঠিক হবে না? যখন মিজানুর রহমান আজহারী নিজে বললেন তিনি ঠিক আছেন এবং গুজবে কাউকে কান না দেওয়ার কথা বললেন। তাহলে যারা প্রচার করলো তাকে ঢাকায় ফেরত পাঠানো হচ্ছে, এটা কি সঠিক? সঠিক নয়। আমি মনে করি, এই ধরনের জনপ্রিয় ইসলামি চিন্তাবিদদের বিষয়ে খবর প্রকাশের আগে আরও বেশি করে যাচাই-বাছাই করা প্রয়োজন। যেহেতু মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার অনেকগুলো মামলা করেছিল, এতে তার অনেক দুঃখ-কষ্ট, ক্ষোভ, ব্যথা জমা হয়ে আছে। তার যে লাখো-কোটি ভক্ত, অনুরাগী তাদের মনেও কিন্তু অনেক কষ্ট, অনেক ব্যথা রয়েছে।
আশা করি, নতুন করে আর কারো মনে ক্ষোভ, দুঃখ-কষ্ট তৈরি হবে না, এমন একটি পরিস্থিতি সৃষ্টি হবে সেই খেয়াল যেন সবাই রাখেন।