২১ বছরের ছোট সহকারীর সঙ্গে লিভ-ইন করছেন অনুরাগ!

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, ১৩:৫০
অ- অ+

বলিউডের নামকরা পরিচালক অনুরাগ কাশ্যপ। ইতোমধ্যে দুটি বিয়ে করেছেন তিনি। তবে দুই স্ত্রীর সঙ্গেই সম্পর্ক ছেদ করেছেন। সেই নিঃসঙ্গতা কাটাতেই নিজের মেয়ের বয়সি একজনের সঙ্গে লিভ-ইন করছেন ‘বম্বে ভেলভেট’ সিনেমার নির্মাতা!

বহুদিন ধরে এমন খবরই ভেসে বেড়াচ্ছে বলিউডের বাতাসে। ৫১ বছর বয়সি অনুরাগের চেয়ে তার ৩০ বছর বয়সি নয়া প্রেমিকা পাক্কা ২১ বছরের ছোট। কিন্তু কে অনুরাগের এই নতুন প্রেমিকা?

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মেয়েটির নাম শুভ্রা শেঠি। তিনি অনুরাগের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। অনুরাগের মেয়ে আলিয়ার চেয়ে শুভ্রা মাত্র ৮ বছরের বড়। তার সঙ্গে অনুরাগ কীভাবে সম্পর্কে জড়ালেন তা নিয়ে রয়েছে বিতর্ক।

কিন্তু সব কিছুকেই থোড়াই কেয়ার করে নীরবতা বজায় রেখেছেন অনুরাগ। চালিয়ে যাচ্ছেন লিভ-ইন সম্পর্কও। তাদের একসঙ্গে থাকার নানা মুহূর্তের ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

কাজেই শুভ্রাকে বিয়ে করে কি হ্যাটট্রিকটা পূর্ণ করবেন অনুরাগ? এমন প্রশ্নও ঘুরছে বলিউডের অন্দরে। কিন্তু তারা কি বিয়ে করবেন, নাকি লিভ-ইন সম্পর্কেই খুশি- এই প্রশ্নের উত্তর তো পাওয়া যাবে সময় হলেই।

অনুরাগের প্রথম স্ত্রীর নাম আরতি বাজাজ। ২০০৩ সালে তাদের বিয়ে হয়েছিল। মেয়ে আলিয়ার জন্ম এই সংসারে। আরতির সঙ্গে অনুরাগের ডিভোর্স হয় ২০০৯ সালে। এর দুই বছর পর ২০১১ সালে পরিচালক ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী কাল্কি কোয়েচলিনকে। ২০১৫ সালে ভেঙে যায় দ্বিতীয় সংসারও।

২০২০ সালে অনুরাগের বিরুদ্ধে থানায় যৌন হেনস্তার অভিযোগ করেন পায়েল ঘোষ নামে এক বাঙালি অভিনেত্রী। যার জেরে পরিচালককে সে সময় মুম্বাইয়ের ভরসোভা থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়।

ওই ঘটনায় সাবেক দুই স্ত্রীকেই পাশে পেয়েছিলেন অনুরাগ। তাদের দাবি, অনুরাগ নারীদের সঙ্গে এরকম ব্যবহার করতেই পারেন না। তবে আশ্চর্যজনকভাবে তখন চুপ ছিলেন তার বর্তমান প্রেমিকা শুভ্রা।

(ঢাকা টাইমস/১২অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ আটক ১
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের বড় ভাই দেলোয়ার গ্রেপ্তার
২৪ ঘণ্টায় মহাখালী কাণ্ডসহ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা