মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা বন্ধ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, ১৬:৫২
অ- অ+

মা ইলিশের প্রজনন রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় আজ শনিবার (১২ অক্টোবর) মধ্যরাত থেকে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। সরকারের জারি করা ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলবে আগামী নভেম্বর পর্যন্ত।

এই সময়ে নদীতে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ পরিবহন নিষিদ্ধ থাকবে।

চাঁদপুর জেলা মৎস্য বিভাগ থেকে জানা গেছে, জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকা। নিষেধাজ্ঞার এই সময়ে সাগর থেকে ইলিশ মিঠাপানিতে ডিম ছাড়ার জন্য ছুটে আসে। ইলিশের ডিম পাড়া নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞা দেওয়া হয় মাছ আহরণে।

জেলেরা যাতে নদীতে নামতে না পারেন, সে জন্য জেলা উপজেলা টাস্কফোর্স সব ধরনের প্রস্তুতি নিয়েছে। উপকূলীয় জেলেপাড়াগুলোতে সচেতনতামূলক কার্যক্রম চলছে। মৎস্য অবতরণ কেন্দ্র আড়তগুলোতে টানানো হয়েছে ব্যানার।

কিন্তু নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকার জেলেরা সরকারের নির্দেশনা মেনে চললেও বাইরের জেলেরা এসে মা ইলিশ ধরে নিয়ে যান বলে অভিযোগ স্থানীয়দের। সদর উপজেলার রামদাসদী এলাকার জেলে শাহজাহান, মোজাম্মেল ইব্রাহীম জানান, বাইরে থেকে আসা জেলেদের নৌ পুলিশ মৎস্য বিভাগের কিছু কর্মকর্তা অর্থের বিনিময়ে ইলিশ ধরার সুযোগ করে দেন। এগুলো বন্ধ করতে পারলে সরকারের উদ্যোগ সফল হবে। তাদের বেকার সময়ে সরকার যে সহায়তা দেয় তা বাড়ানোর দাবি জানান জেলেরা।

বিভিন্ন নৌ পুলিশ ফাঁড়ি থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে জেলেদের অভিযোগ এসেছে জানিয়ে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, এসব অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তবে মা ইলিশের প্রজননের এই সময়ে নৌ পুলিশ যেমন কঠোর হবে, তেমনি নিষেধাজ্ঞা ফলপ্রসূ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবু কাওসার দিদার বলেন, প্রজনন সময়ে সাগর থেকে ইলিশ নদ-নদীতে আসে। ২২ দিন জেলেরা মাছ ধরায় বিরত থাকলে ইলিশ প্রজননের সুযোগ তৈরি হবে এবং জাটকা উৎপাদন বাড়বে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, ১৩ অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ২২ দিনে জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। মা ইলিশ রক্ষায় ইতোমধ্যে জেলা উপজেলা টাস্কফোর্স সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, হাতে জখম, গাড়ির কাচ ভাঙচুর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
এডিবি-আইএমএফের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত বাজেট দেওয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা