অনুষ্ঠানে গাইতে কত নেন বলিউডের হিট মেশিন অরিজিৎ?

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৪১| আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৪৩
অ- অ+

গত কয়েক বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম হিট মেশিন গায়ক অরিজিৎ সিং। তার গান যেমন প্রেমে পড়ায়, তেমন ভাঙা হৃদয়ে মলমও লাগায়। এত খ্যাতি থাকা সত্ত্বেও বাহুল্যহীন জীবনই পছন্দ করেন তিনি। তার এই স্বভাবের কারণেই তাকে আরও বেশি ভালোবাসেন অনুরাগীরা।

খুব অল্প সময়েই খ্যাতির শীর্ষে পৌঁছেছেন অরিজিৎ। তার ভক্ত এখন আর শুধু ভারতেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে বাংলাদেশসহ আরও বহু দেশে। বাংলা হোক বা হিন্দি, অরিজিতের গান থাকা মানেই ধরে নেওয়া হয় জনপ্রিয়তা আসবে সিনেমার।

এত খ্যাতি যার, সেই অরিজিৎ কোনো অনুষ্ঠানে বা বিয়েবাড়িতে পারফর্ম করতে কত টাকা নেন? এটা জানার কৌতুহল অনেকেরই আছে। জানলে অবাক হবেন, দেশ-বিদেশে অরিজিতের লাইভ কনসার্টে টিকিটের দাম আকাশছোঁয়া।

তবে বাস্তবের মাটিতে পা রেখে চলতে ভালোবাসেন পশ্চিমবাংলার এই ছেলে। এখনো জিয়াগঞ্জের মানুষ প্রায়ই দেখে, স্কুটি চালাচ্ছে অরিজিৎ, পেছনে বসে রয়েছে বউ কোয়েল। দেখনদারি থেকে একশ হাত দূরে থাকেন তিনি। জিয়াগঞ্জের বাড়ির অন্দরেও নেই কোনো তারকা-সুলভ বাহুল্য।

একটি রিপোর্টে দাবি করা হয়েছে, কোনো অনুষ্ঠান বা বিয়েবাড়িতে গান গাইতে ৫ কোটি টাকা নেন এই গায়ক। তার গলায় রোমান্টিক গান শুনতে যেমন পছন্দ করেন দর্শক, তেমনই গায়কের রিয়েল লাইফ রোমান্সও খুব জনপ্রিয়। বউ কোয়েলের সঙ্গে তার রসায়ন মুগ্ধ করে অনুরাগীদের।

অরিজিতের বেশিরভাগ কনসার্টেই থাকেন স্ত্রী কোয়েল। ২০১৪ সালে তারাপীঠে খুব ছিমছামভাবেই হয় তাদের বিয়েটা। শোনা যায়, অরিজিৎ নাকি তার ‘আশিকি ২’-এর বিখ্যাত গান ‘তুম হি হো’ গেয়ে প্রপোজ করেছিলেন হবু বউকে। তাদের দুই ছেলে জুল আর আলি।

(ঢাকা টাইমস/১৩অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা