এবার ভারতে গেল ৫৩৩ টন ইলিশ, অনুমোদন ছিল ২৪২০

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৪, ১৩:৫১
অ- অ+

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ১১ চালানে ভারতে রপ্তানি হয়েছে ৫৩৩ টন ইলিশ। এবার সরকারের অনুমোদন ছিল হাজার ৪২০ টন রপ্তানির।

বন্দর সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর থেকে শনিবার (১২ অক্টোবর) রাত ১০ টা পর্যন্ত ১১ চালানে লাখ ৩৩ হাজার কেজি অর্থাৎ ৫৩৩ টন ইলিশ ওপার গেছে। ২০টি রপ্তানিকারক প্রতিষ্ঠান ১৬৮টি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে এই ইলিশের চালান পাঠায়। সর্বশেষ শনিবার (১২ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত ১১টি ট্রাকে ৩৬ টন ইলিশ ভারতে যায়।

এবার প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় হাজার ১৮০ টাকা। এই হিসাবে বন্দর দিয়ে মোট ৫৩ লাখ ২০ হাজার ডলারের ইলিশ রপ্তানি হয়। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩ কোটি টাকা।

শনিবার বেনাপোল মাছ বাজারে এক কেজির নিচে ইলিশ বিক্রি হয়েছে ১২০০-১৩০০ টাকায়। কেজির ওপরে বিক্রি হয়েছে ১৮০০-২০০০ টাকায়। একই আকারের ইলিশ ৬০০-৮০০ টাকা কমে ভারতে রপ্তানি হয়েছে।

কম দামে ইলিশ রপ্তানির বিষয়ে বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল জানান, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শনিবারই ছিল ইলিশ রপ্তানি শেষ দিন। শনিবার (১২ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত ১১টি ট্রাকে ৩৬ টন ইলিশ ভারতে রপ্তানি হয়। নিয়ে মোট ১১ চালানে ভারতে ইলিশ রপ্তানি হয় লাখ ৩৩ হাজার কেজি অর্থাৎ ৫৩৩ টন।

এবার অনুমোদন পাওয়া ৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯টি প্রতিষ্ঠান কোনো ইলিশ রপ্তানি করেনি বলে বন্দর সূত্র জানান।

ভারতের ব্যবসায়ীদের অনুরোধে এবার ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাংলাদেশ সরকার। গত ২১ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে প্রথমে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। পরে গত ২৫ সেপ্টেম্বর দুই হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতির ছাড়পত্র দেয় মন্ত্রণালয়।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
দেশে ফিরছেন খালেদা জিয়া, সবাই উচ্ছ্বসিত: মির্জা ফখরুল
সাগর-রুনির হত্যাকারী দুজন, তবে শনাক্ত করা যাচ্ছে না: টাস্কফোর্সের প্রতিবেদন
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা