ঢাকার বিমানবন্দরে আটক আ.লীগ নেতা জাজিরা থানায়

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৪, ১৫:১৪
অ- অ+

কানাডা পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের যুবলীগ নেতা ফারুক হাওলাদারকে জাজিরা থানায় আনা হয়েছে।

বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ শনিবার তাকে থানায় পাঠায় বলে নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন।

এর আগে গত শুক্রবার (১১ অক্টোবর) মধ্যরাতে কানাডা যাওয়ার সময় ফারুক হাওলাদারকে বিমানবন্দরে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

জাজিরা থানা সূত্রে জানা যায়, ফারুক হাওলাদারের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, লুটপাট মানবপাচারসহ অন্তত ৩০টি মামলা রয়েছে। বেশ কয়েকটি মামলায় তিনি পলাতক আসামি ছিলেন। এ ছাড়া জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। সেখানেও তিনি পলাতক আসামি ছিলেন।

গত শুক্রবার মধ্যরাতে দেশত্যাগ করার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে সেখানে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মানবপাচার দমন আইনে মামলা থাকায় তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপরে জাজিরা থানায় তার আটকের বিষয়ে অবগত করলে তার বিরুদ্ধে জাজিরা থানায় একাধিক মামলা থাকায় তাকে জাজিরা থানা পুলিশের কাছে সোপর্দ করে ইমিগ্রেশন পুলিশ। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, ‘বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের অবগত করলে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার কতা জানাই। আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে তাকে হেফাজতে নিই। এরপরে ফারুক হাওলাদারকে নিয়মিত মামলায় আদালতে পাঠঅনো হয়।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা