ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৪, ১৫:৩৫
অ- অ+

চলতি মাসের ১৮ তারিখ ওমানে পর্দা উঠছে পুরুষ টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপের। আসন্ন এই টুর্নামেন্টের জন্য আজ রবিবার দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন পারভেজ হোসেন ইমন। এছাড়া দলে রয়েছেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার।

ইমন সদ্য সমাপ্ত ভারত সিরিজের তিন টি-টোয়েন্টিতেই খেলেছেন, যদিও এক ম্যাচেও হাসেনি তার ব্যাট। গোয়ালিয়রে ৮, দিল্লিতি ১৬ ও হায়দরাবাদে হোয়াটওয়াশ হওয়ার দিন গোল্ডেন ডাক মারেন তিনি। ২২ বছর বয়সি এই ওপেনারকে দেয়া হয়েছে ইমার্জিং এশিয়ার কাপে নেতৃত্বের দায়িত্ব।

ইমন ছাড়াও জাতীয় দলে খেলছেন বা খেলেছেন, এমন আরও কয়েকজন ক্রিকেটার দলে সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক ও তানজিম হাসান সাকিব। ভারত সিরিজে এরা প্রত্যেকেই ব্যর্থতার কাতারে। এক তানজিম সাকিব দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে কিছুটা আলাদা থেকেছেন। জাকের দুই ম্যাচে ৯ ও হৃদয় তিন ম্যাচে করেছেন ৭৭ রান।

২০২০ সালে বাংলাদেশকে একমাত্র যুব বিশ্বকাপ জেতানোর পথে নেতৃত্ব দেন আকবর আলী। তিনিও আছেন ১৫ সদস্যের দলে। রহস্য স্পিনার আলিস আল ইসলামও জায়গা করে নিয়েছেন এতে। এক সময়ের জাতীয় দলের পরিচিত মুখ হলেও নাঈম শেখ এখন অনেকটাই আড়ালে। তাকেই সুযোগ দিয়েছে বিসিবি। এছাড়াও আছেন শামিম হোসেন।

টি-২০ ফরম্যাটে ওমানে ১৮ অক্টোবর থেকে শুরু হবে ইমার্জিং এশিয়া কাপ। এর পর্দা নামবে ২৭ অক্টোবর।

বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড

পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), মাহফুজুর রাব্বি, তানজিম হাসান সাকিব, জিশান আলম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, নাঈম শেখ, জাকের আলী, আলিস ইসলাম, তাওহীদ হৃদয়, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, শামিম হোসেন, রাকিবুল হাসান ও রিপন মণ্ডল।

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ আটক ১
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের বড় ভাই দেলোয়ার গ্রেপ্তার
২৪ ঘণ্টায় মহাখালী কাণ্ডসহ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা