কুয়াকাটায় দুই দিন পর্যটকদের পানি দিল বিএনপি

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৪, ১৫:৩৫
অ- অ+

পর্যটন নগরী কুয়াকাটায় গরমে তৃষ্ণা নিবারণে পর্যটকদের সুপেয় পানিসহ শিশুদের চকলেট বিতরণ করেছে কুয়াকাটা পৌর বিএনপি।

রবিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্ক সংলগ্ন শতাধিক পর্যটকদের মাঝে এসব বিতরণ করা হয়। এর আগে শনিবারও দিনব্যাপী এই কার্যক্রম চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজওয়ানের পুলিশ সুপার আনছার উদ্দিন, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল ভুইয়া, আলাউদ্দিন ঘরামি, পৌর যুবদল সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক মীর, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, পৌর বিএনপির দপ্তর সম্পাদক আবু বকর ছিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার শেখ প্রমুখ।

ঢাকা থেকে আসা ইয়ামিন বলেন, ‘আজকে সকালে পরিবার নিয়ে কুয়াকাটা এসেছি। বিচে নামার পথেই দেখলাম পানি বিতরণ চলছে। এটা আসলেই ভালো উদ্যোগ। এই গরমে তাদের পানি বিতরণের জন্য ধন্যবাদ জানাই।’

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সুপার আনসার উদ্দিন বলেন, ‘কুয়াকাটায় আগত পর্যটকদের মাঝে পৌর বিএনপির পানি বিতরণ একটি মহৎ কাজ। তাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতা করেছি। পাশাপাশি ভবিষ্যতেও এমন কার্যক্রমকে আমরা স্বাগত জানাব।’

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি জানান, পর্যটকদের জন্য এই সুপেয় পানি উপহার হিসেবে দিয়েছেন। আগামী দিনেও তাদের সাংগঠনিক কাজগুলোর মধ্যে পর্যটকদের সেবামূলক কাজ থাকবে বলে জানান তিনি।

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক বলেন, ‘কুয়াকাটায় আগত পর্যটকদের পাশে আমরা পৌর বিএনপি এবং পৌর যুবদল সর্বদা আছি। তারই ধারাবাহিকতায় আজকের এই পানি বিতরণ কর্মসূচি আমরা চালু করেছি। কুয়াকাটায় পর্যটকদের সুবিধার্থে এমন উদ্যোগ আমরা অব্যাহত রাখব।’

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা