বিবাদ নিরসনে পাঁচ হাজার মানুষের ভোজন

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৪, ১৯:৪৫
অ- অ+

ঝগড়া-বিবাদ, মনোমালিন্য নিজেদের দূরত্ব নিরসনের জন্য একই গোষ্ঠীর প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর আবাল-বৃদ্ধ একসঙ্গে দুপুরের ভোজন করেছেন। এই আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে ঘটে বংশীয় এক মিলনমেলা।

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার জগন্নাথপুর বৃহত্তর বেপারীবাড়ি গোষ্ঠীর মুরব্বি যুবকরা এই আয়োজন করেন।

এতে অংশ নেন একই বংশের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. মতিউর রহমান, সমাজসেবক গোলাপ মিয়া, ওয়ার্ড কাউন্সিলর ফজলুর রহমান, সাবেক কাউন্সিলর আশরাফুল আলম, সমাজসেবক বাবু মিয়া, ফারুক মিয়া, পিয়ার হোসেন, গোলাপ মিয়া, হাবিবুর রহমান, মিষ্টু মিয়া, হাবীব মিয়া, হাবী মিয়া, দেলুয়ার হোসেন তুলু, আতিক মিয়া, শামীম মিয়া, খোকন মাহমুদ প্রমুখ।

এই আয়োজনের কারণ হিসেবে মুরব্বিরা বলেন, জগন্নাথপুর ব্যাপারীবাড়ির বংশের লোকজনদের মাঝে ছোটখাটো ভুলত্রুটি নিয়ে দীর্ঘদিন ধরে বিভেদ চলছে। এতে করে নিজেদের লোকজনের মধ্যে মনোমালিন্য কিছুটা দূরত্ব সৃষ্টি হয়।

তারা বলেন, বংশের লোকজন ঐক্যবদ্ধ হলে যেকোনো প্রতিকূলতা মোকাবেলা করা যায়। আজকের বেপারীবাড়ির ঐক্যবদ্ধতায় বংশের মানুষদের উন্নয়নের জন্য সুফল বয়ে আনবে বলে তারা মনে করেন।

বৃহত্তর ব্যাপারীবাড়ি বংশের নাম প্রভাব খাটিয়ে কেউ অপকর্ম করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেন উদ্যোক্তারা। তারা বলেন, শুধু ব্যাপারীবাড়ি নয় পুরো পাড়া-প্রতিবেশী জগন্নাথপুর গ্রামের লোকজনসহ সাধারণ মানুষের সঙ্গে ব্যাপারীবাড়ির সুসম্পর্ক বজায় রাখার জন্য উদ্যোগ।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০ জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: বিআরটিএ
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নারীর মৃত্যু
পল্লবীতে চাঁদার দাবিতে হামলা ও গুলি: র‌্যাবের অভিযানে আরও ৫ আসামি গ্রেপ্তার
বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হত্যা: গ্রেপ্তার নূরার রিমান্ডে দেওয়া তথ্যে মিলল বিদেশি পিস্তল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা