সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ৩৫, নারীর ৩৭ করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৪, ১৩:৩৪
অ- অ+

বয়সসীমা বৃদ্ধির জন্য বহুদিন ধরে আন্দোলন করে আসছেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। তারই আলোকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ৩৫ এবং নারীর ৩৭ করার সুপারিশ করে অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী। তার নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটিই বয়স বৃদ্ধির সুপারিশ পাঠিয়েছে। তবে সেখানে অবসরের বিষয়ে কোনো সুপারিশ করা হয়নি।

এ সম্পর্কে আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ৩৫ ও নারীদের ৩৭ বছর করার সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। এখন উপদেষ্টা পরিষদে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

তিনি আরও বলেন, ‘মেয়েদের একটু আলাদা করে বেশি বয়স দেওয়া হয়েছে। কারণ, মেয়েদের ছেলেদের মতো ওই বয়সে পরীক্ষা দেওয়া সম্ভব হয় না। ফ্যামিলি অব্লিগেশন্স থাকে, বিয়ে হয়ে যায়, বাচ্চা-কাচ্চা হয়। তাই তারা যেন আসতে পারেন।’

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা