মাদক ব্যবসায় প্রভাব বিস্তারে কিনেছিলেন গুলি, চেষ্টায় ছিলেন অস্ত্র কেনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৪, ১৩:২৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানার ছয়টি মাদক মামলার আসামি মো. ফয়সালকে (৩৩) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রবিবার রাতে ঢাকার শান্তিনগরের চামেলীবাগ এলাকা থেকে ইয়াবা, গাঁজা, প্রায় দেড় লাখ টাকা ও ২১ রাউন্ড গুলিসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো. কার্যালয়ের (দক্ষিণ) একটি দল তাকে গ্রেপ্তার করে।

ডিএনসি জানায়, শান্তিনগর ও রমনা এলাকার চিহ্নিত এই মাদক কারবারি একজনের কাছ থেকে মাদক ব্যবসার প্রভাব বিস্তারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে থানা থেকে লুট হওয়া ২১ রাউন্ড গুলি কম দামে ক্রয় করেছিলেন। এছাড়া যার কাছ থেকে গুলি কিনেছিলেন তিনি আগ্নেয়াস্ত্রও দিতে চেয়েছিলেন। তবে যৌথবাহিনীর অভিযানে সম্প্রতি তিনি গ্রেপ্তার হয়েছেন।

সোমবার সকালে ঢাকা টাইমসকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো. (দক্ষিণ) কার্যালয় তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের গ্রেপ্তার এবং বিভিন্ন মাদক স্পট ও আস্তানা উচ্ছেদে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলামের নির্দেশনায় ঢাকা মেট্রো. (দক্ষিণ) কার্যালয়ের কোতয়ালী সার্কেলের পরিদর্শক মো. শাহজালাল ভূঁইয়ার নেতৃত্বে কোতয়ালী সার্কেলের একটি টিম গতকাল রাতে রাজধানীর শান্তিনগরের চামেলীবাগ এলাকায় অভিযান চালায়। এসময় ৫০০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাজা, মাদক বিক্রির ১ লাখ ৪৫ হাজার টাকা ও ২১ রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয় এবং শান্তিনগর এলাকার চিহ্নিত মাদককারবারি মো. ফয়সাল (৩৩)কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামি মো. ফয়সাল (৩৩) শান্তিনগর ও রমনা এলাকার চিহ্নিত মাদককারবারি। তিনি ডিএমপির রমনা মডেল ও পল্টন থানায় মোট ৬টি মাদক মামলায় অভিযুক্ত।

গ্রেপ্তারকৃত ফয়সালকে জিজ্ঞাসাবাদের বরাতে সুব্রত সরকার শুভ জানান, সম্প্রতি একটি সুযোগ সন্ধানী অপরাধী চক্র বিভিন্ন থানা থেকে অস্ত্র-গুলি লুট করে। এমন একটি অপরাধী চক্রের কাছ থেকে ফয়সাল ম্যাগজিন ও গুলি ক্রয় করেন। তার কাছ থেকেই তিনি একটি অস্ত্র কেনার চেষ্টাও করেন। তবে সম্প্রতি যৌথবাহিনীর অভিযানে তিনি গ্রেপ্তার হন।

ডিএনসির এই কর্মকর্তা বলেন, “চিহ্নিত ইয়াবা কারবারি ফয়সাল এলাকায় মাদক ব্যবসায় প্রভাব বিস্তার ও প্রতিপক্ষের মনে ভীতি সঞ্চারের কৌশল হিসেবে অস্ত্র-গুলি সংগ্রহের চেষ্টা করছিল।”

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এলএম/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

সাবেক হুইপ ইকবালুর রহিমের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

মোহাম্মদপুরে হত্যাসহ ৬ মামলার আসামি ‘বোমা আরমান’ গ্রেপ্তার

খিলগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় ব্যবহৃত পিকআপ জব্দ 

আফরোজা আব্বাসের নির্বাচনি প্রচারে হামলা: মহিলা লীগ নেত্রী মেরিনা গ্রেপ্তার

সবুজবাগে ওয়ার্কশপে গাড়ির মালিককে হত্যা: চাঁদপুর থেকে প্রধান আসামি গ্রেপ্তার

মিরপুরে শামীম হত্যা: যুব মহিলালীগ নেত্রী জুলিয়া আক্তার গ্রেপ্তার

সাবেক আইনমন্ত্রী আনিসুলের ‘বান্ধবী’ তৌফিকার অর্থপাচরের অনুসন্ধানে সিআইডি

‘বান্ধবী’সহ সাবেক আইনমন্ত্রীর দুর্নীতি অনুসন্ধান ও সম্পদ বাজেয়াপ্তের আবেদন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর লাইসেন্স করা পিস্তল মিলল পরিত্যক্ত অবস্থায়

জাতীয় পার্টির কার্যালয়ের বাড়িটি এস আলমের, রাষ্ট্রীয় সম্পত্তি করতে দুদকে চিঠি

এই বিভাগের সব খবর

শিরোনাম :