আইসক্রিমের কথা বলে শিশু সাইফানকে অপহরণ করেন ‘আশ্রিত তানজিলা’

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকায় থেকে ৮ মাস বয়সী শিশু সাইফান অপহরণের ঘটনায় অপহরণকারীকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতের নাম তানজিলা আক্তার পারভীন (৩৫)। যিনি সাইফানদের বাসায় আশ্রয় নিয়েছিলেন অপহরণের একদিন আগে।
সোমবার বিকালে শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ কর্মকর্তা (এএসপি) তাপস কর্মকার।
র্যাব কর্মকর্তা বলেন, গত ১২ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকার বাসিন্দা সাকিলা এনাম ও এনামুল হক মজুমদার দম্পতির বাসায় এসে তার অসহায়ত্বের কথা বলে থাকা-খাওয়ার বিনিময়ে বাসায় কাজের জন্য আশ্রয় দিতে আকুতি-মিনতি জানায় তানজিলা আক্তার পারভীন। অসহায়ত্বের কথা শুনে সরল বিশ্বাসে মানবিক দিক বিবেচনা করে নিজেদের বাসায় তানজীলাকে আশ্রয় দেয় সাকিলা-এনামুল দম্পতি। পরেরদিন সকাল ১১টার দিকে সাকিলার মেজো ছেলে আহনাফ (৬) ও সাইফানকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে পাশের একটি দোকানে যায় পারভীন। সেখান থেকে সুযোগ বুঝে সাইফানকে নিয়ে পালিয়ে যান পারভীন। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরও সাইফানকে না পেয়ে সাকিলা বুঝতে পারেন— পারভীন সাইফানকে অপরহণ করেছে। পরবর্তীতে সাকিলা ও স্বামী দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় গিয়ে তানজিলার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি দল অপহৃত ভিকটিম সাইফানকে দ্রুত উদ্ধারে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শরীয়তপুর জেলার পালং থানার চরলক্ষী নারায়ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে অপহরণকারী তানজিলাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু সাইফানকে অপহরণের বিষয়টি স্বীকার করে পারভীন। তার দেখানো মতে ঘটনাস্থলে একটি বাসা থেকে অক্ষত অবস্থায় শিশু সাইফান মজুমদারকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এলএম/এসআইএস)

মন্তব্য করুন