ডিসেম্বরেই হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৪, ২৩:০৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ডিসেম্বরে নেওয়া হতে পারে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ভর্তি পরীক্ষা নিয়ে এ ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়েছে বলে সভায় উপস্থিত এক ডিন ঢাকা টাইমসকে জানিয়েছেন। তিনি বলেন, এক-দুই দিনের মধ্যে ভর্তি কমিটির মিটিং হবে। সেখানে বিষয়টি চূড়ান্ত হবে।
গত বছরের মতো এবারও ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ এবং চারুকলা অনুষদ।
(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এসকে/ইএস)