আত্মসমর্পণ করলেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৪, ০৮:৩৮
অ- অ+

ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ওরফে জিএস মিজান পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলার বিকালে পটুয়াখালীর মহিপুর থানা গিয়ে তিনি আত্মসমর্পণ করেন।

মিজানের বক্তব্য অনুযায়ী, তিনি ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক এবং সাভার পৌরসভার তালবাগ গ্রামের মৃত. আ. রাজ্জাকের ছেলে। তিনি গত ৫ আগস্টের পরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। এসময় তার বন্ধু সাভার পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিল নিউটনও সঙ্গে ছিল। পরে তার বন্ধু কুয়াকাটা ত্যাগ করলে তিনি থানায় আত্মসমর্পণ করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

তিনি জানান, ‘কুয়াকাটা সৈকতে ভ্রমণ করতে এসে নিজেকে নিরাপদ মনে না করায় থানায় এসে আত্মসমর্পণ করেন মো. মিজান নামের এক ব্যক্তি। পরে আমরা জানতে পারি তিনি সাভার থানার প্রায় সাতটি মামলার আসামি। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

সাভার থানার সঙ্গে যোগাযোগ করে যুবলীগ নেতা মিজানুর রহমানকে সেখানে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি তরিকুল ইসলাম।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরানের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি
শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ
ইরানে দখলদার ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৬৩৯
‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ শুক্রবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা