বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৪, ১৪:২৭| আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৪:৪৯

বগুড়ার গাবতলীতে মরিচ খেতে কাজ করার সময় বজ্রপাতে সুলতান সরকার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুলতান সরকার ওই গ্রামের মৃত সামেদ আলী সরকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল। তিনি বলেন, মরিচ খেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবার ও স্থানীয়রা বজ্রপাতের কথা জানিয়ছেন। এছাড়া লাশের সুরতহালেও বজ্রপাতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।(ঢাকা টাইমস/১৭অক্টোবর/এসএ)

মন্তব্য করুন