তারেক রহমানের মামলা প্রত্যাহার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।
শুক্রবার (১৮ অক্টোব) সকালে মহাসড়কের কাঁচপুরে প্রায় দুই হাজার নেতাকর্মী নিয়ে এ বিক্ষোভ মিছিল হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাকারিয়া ভূঁইয়া।
মিছিলে সোনারগাঁয়ের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিল্লাহ হোসেন সরকার, সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ শিকদার, সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাজালাল মিয়া, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, সোনারগাঁ পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম, সিফাত আদনান, তাইজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মহাসড়কে বিক্ষোভ শেষে কাঁচপুর বিসিক এলাকায় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় বক্তারা দ্রুত তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাকারিয়া ভূঁইয়া বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জনগণের ভাগ্য উন্নয়নে দেশনায়ক তারেক রহমানের কোনো বিকল্প নেই। অনতিবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।
(ঢাকাটাইমস/১৮অক্টোবর/মোআ)

মন্তব্য করুন