গোপালগঞ্জে সতীশ রায় হত্যাকাণ্ডের পলাতক আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকায় চাঞ্চল্যকর সতীশ রায় হত্যা মামলার প্রধান আসামি তপন মৌলিককে (৩৩) গ্রেপ্তার করেছে র্যার।
শুক্রবার সকালে র্যাব-১০, সিপিসি-৩ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে ফরিদপুরের কোতোয়ালি থানাধীন কালীবাড়ি মোড় এলাকা থেকে তপন মৌলিককে (৩৩) গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০, সিপিসি-৩,ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আলী আর্শাদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন কেটে দেওয়াকে কেন্দ্র করে গত ১৭ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জের মুকসুদপুরের ননিক্ষীর এলাকার একটি চায়ের দোকানের সামনে সতীশ রায় ও তার সহযোগীদের সঙ্গে তপন মৌলিকের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে তপন মৌলিক রাগান্বিত হয়ে তার অন্যান্য সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সতীশ রায় ও দীপঙ্কর রায়ের ওপর এলোপাথাড়ি আক্রমণ করে। এসময় সতীশ রায় ও দীপঙ্কর রায়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুকসুদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সতীশ রায়কে মৃত ঘোষণা করেন।
র্যাব কর্মকর্তা আলী আর্শাদ বলেন, এ ঘটনায় সতীশ রায়ের পরিবারের লোকজন বাদী হয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় তপন মৌলিকসহ ১১ জন এবং অজ্ঞাতনামা আরও ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে হত্যাকাণ্ডে জড়িত সকল আসামীরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে এ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ছায়া তদন্ত শুরু করে র্যাব।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে র্যাব-১০, সিপিসি-৩ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে ফরিদপুরের কোতোয়ালি থানাধীন কালীবাড়ি মোড় এলাকা থেকে তপন মৌলিককে (৩৩) গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এলএম/এমআর)

মন্তব্য করুন