আলফাডাঙ্গায় ব্যতিক্রমী ডিঙ্গি নৌকাবাইচ অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর পশ্চিমপাড়া বাওড়ে যুব সমাজের উদ্যোগে ডিঙ্গি নৌকার বাইচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল চারটার দিকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ ডিঙ্গি নৌকাবাইচ।
এ সময় গোপালপুর পশ্চিমপাড়া বাওড়ের তিন হাজারের বেশি দর্শক নৌকাবাইচ উপভোগ করেন। বাইচে মোট পাঁচটি নৌকা অংশ নেয়। বাইচ শেষে উৎসবমুখর পরিবেশে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
আয়োজক কমিটি জানায়, এক যুগ ধরে এ নৌকবাইচ ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা।
নৌকাবাইচ উপলক্ষে গোপালপুর বাওড়পাড়ে গ্রামীণ মেলা বসে। মেলায় খাদ্যসামগ্রী, মিষ্টি, জিলাপি, আখ, ঝালমুড়ি, বাহারি পানসহ মিশু খেলা দেয় বাড়তি মাত্রা।
নৌকাবাইচকে উপলক্ষে দুপুর থেকেই লোকসমাগম শুরু হয় মেলাস্থলে। শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নৌকাবাইচ দেখতে দলে দলে ভিড় জমান। পড়ন্ত বিকেলে নৌকাবাইচের তালে তালে এ অঞ্চলের মানুষ কিছু সময়ের জন্য খুঁজে পান প্রাচীন বাংলার সংস্কৃতির বড় একটা অনুষঙ্গকে।
আবহমান বাংলা ও বাঙালি সংস্কৃতির অতি প্রাচীন এই উৎসবের আয়োজন করতে পেরে খুশি গোপালপুর পশ্চিম পাড়ার আয়োজক যুব সমাজ।
(ঢাকাটাইমস/১৮অক্টোবর/মোআ

মন্তব্য করুন