নড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, রাস্তা থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৪, ২২:১০| আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ২২:২০
অ- অ+
নিহত কামাল বেপারী

শরীয়তপুরের নড়িয়ায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে কামাল বেপারী নামে একজনকে রাস্তা থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। হত অবস্থায় কামাল হোসেন বেপারীকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

শুক্রবার সকালে নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের কাজী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এদিন বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কামাল বেপারীকে মৃত ঘোষণা করেন।

নিহত কামাল বেপারী (৪৫) কাজী কান্দি গ্রামের মৃত হোসেন বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগরে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে কয়েকটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলমান রয়েছে। এরমধ্যে কাজী কান্দি গ্রামের আলী হোসেন সরদারের সঙ্গে কামাল হোসেন বেপারীর দ্বন্দ্ব ছিল দীর্ঘদিনের। শুক্রবার সকালে কামাল বেপারীর স্ত্রী মাকসুদার সঙ্গে সাঁকো পারাপার নিয়ে তর্কবিতর্ক হয় আলী হোসেন সরদারের ভাই আয়নাল সরদারের স্ত্রী শিরিন বেগমের। এঘটনার পর সকাল সাড়ে ১০ টার দিকে কামাল বেপারী আন্দারমানিক বাজার থেকে বাড়ি ফেরার পথে আলী হোসেন সরদারের নেতৃত্বে তাকে জোরপূর্বক একটি ঘরের ভেতর নিয়ে যাওয়া হয়। এ সময় আলী হোসেন সরদার, আয়নাল সরদার, ইদ্রিস সরদার, রিয়াজ সরদার, হাসান সরদার, আমির হোসেন সরদার, মনির সরদার, আরিফ সরদারসহ অজ্ঞাত ১০-১২ জন কামাল বেপারীকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে চলে যায়। এরপর স্থানীয় ও স্বজনদের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষণা করেন। এঘটনার পরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত কামাল হোসেন বেপারীর ভাই সুলতান বেপারী বলেন, দীর্ঘদিন ধরে আলী হোসেন সরদার ও তার দলবলের সঙ্গে আমাদের বিরোধ ছিল। সকালে আয়নাল সরদার ও কামাল বেপারীর স্ত্রীর সঙ্গে সাঁকো পারাপার নিয়ে তর্ক হলে কামালকে রাস্তা থেকে ধরে নিয়ে যায় আলী হোসেন সরদারসহ তার লোকজন। কামালকে একটি ঘরের মধ্যে আটকিয়ে এলোপাতাড়ি পিটিয়ে কুপিয়ে জখম করে তারা। এরপর কামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। আমি এঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের বিচার চাই।

এ বিষয়ে শরীয়তপুর পুলিশের সহকারী সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, দীর্ঘদিন ধরে রাজনগরে কয়েকটি পক্ষেরই আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্ধ চলমান ছিল। এরই জের ধরে দুই পক্ষের দুই নারীর তর্কবিতর্ককে কেন্দ্র করে কামাল বেপারী নামে একজনকে ধরে নিয়ে একটি ঘরের মধ্যে রেখে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে ঢাকায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থগিত থাকবে ৬১ আইনজীবীর জামিন: আপিল বিভাগ
আরজে থেকে পর্দার হাসিনা যেভাবে নায়িকা হলেন নুসরাত ফারিয়া
জয়পুরহাটে গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
নীলফামারীতে ইটবোঝাই ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা